প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১২:৫৪ পি.এম
কুলাউড়ায় আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে অনশনে সমর্থকরা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি'র নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ২৭শে নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলো মাঠে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।
বৃহস্পতিবার দুপুর থেকে এ অনশন কর্মসুচী শুরু করেছেন আবেদ রাজার সমর্থকরা।
অনশন কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কুলাউড়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সে সময়ে তিনি লন্ডনে ভোগ বিলাসে মত্ত ছিলেন। বর্তমান প্রার্থীর দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে পুন: বিবেচনা করার দাবি জানান। দলের একটি স্লোগান আছে, জেল-জুলুম যার মনোনয়নও তার। কুলাউড়ায় কেন ব্যতিক্রম !
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho