প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১২:৫৫ পি.এম
সিরাজগঞ্জে সাংবাদিক শিশিরের ওপর হামলা, ৩ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
শুক্রবার দিবাগত ভোরে উপজেলার দোবিলা গ্রামে পৃথক অভিযানে মৃত খোকার ছেলে সাহেদ আলী এবং তার দুই ছেলে আরিফুল ও আশিককে আটক করা হয়। পুলিশ জানায়, অনিয়মের অভিযোগে উল্লিখিত তিনজনকে শনাক্ত হওয়ার পর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্র মতে, বৃহস্পতিবার বিকেলে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ কেজি ভিজিডি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কেনার সময় সাহেদ আলীকে দেখা যায়। ওই সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে সাহেদ আলী ও তার দুই ছেলে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনসহ কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে সিরাজগঞ্জ প্রেসক্লাব, তাড়াশ প্রেসক্লাবসহ পেশাদার সাংবাদিক সংগঠনগুলো দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho