
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
বৃহষ্পতিবার (২৭নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম। সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এবিএম মোশাররফ হোসাইন। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু। নীহার রঞ্জন সাহা, বাবুল সরদার। আহসানুল করিম।আহাদউদ্দিন হায়দার।
বর্তমান সহ-সভাপতি এস এম রাজ। যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন। দপ্তর সম্পাদক এসএম শামসুর রহমান।অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক। আইসিটি সম্পাদক আমিরুল হক বাবু। নির্বাহী সদস্য ইয়ামিন আলী। আবু সাঈদ শুধু। ফকির হাসান আলী।
প্রেসক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক।মোল্লা আঃ রব। মোয়াজ্জেম হোসেন মজনু।আজাদুল হক।অলীপ ঘটক।এস এস সোহান। সোহাগ হাওলাদার। সোহেল রানা বাবু। সৈয়দ শওকত হোসেন ছাড়াও এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর সহকারী কমিশনার সৌরভ কুমার মন্ডল।
মতবিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যরা বাগেরহাটের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়নপ্রকল্প এবংসমস্যা প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
আলোচনায় জেলা প্রশাসক বাগেরহাটের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রেসক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই উন্নয়ন ও সুশাসনের যাত্রায় প্রেসক্লাব সদস্যদের সমর্থন,পরামর্শ বাগেরহাটকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho