প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৬:৫০ পি.এম
সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য নিহত: স্বামী যুবদল নেতা পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী যুবদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল উপজেলার রতনকান্দি গ্রাম।
পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে রতনকান্দি গ্রামের একটি বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পেয়ারা খাতুন রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। তার স্বামী আব্দুল আলীম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকে তিনি পরিবারসহ পলাতক।
পরিবারের সদস্যদের দাবি, প্রায় এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে পেয়ারা খাতুন দ্বিতীয় বিয়ে করেন আব্দুল আলীমকে। বিবাহ-পরবর্তী সময়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে তারা জানান। ঘটনার পরপরই আলীম ও তার পরিবারের সদস্যরা এলাকা ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho