ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা ও থিংক-ট্যাংক ভিত্তিক বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “ফিকরো থিঙ্কার্স ক্লাব” (Fikrow Thinkers Club)। এতে সভাপতি হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম মনোনীত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সংগঠনের প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ইনজামুল ইসলাম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নব গঠিত ক্লাবের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়জুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , অর্থ সম্পাদক হাবিব আল মিজবাহ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ইনজামুল হক ও দপ্তর সম্পাদক তাওহিদুল ইসলাম এছাড়া কার্যনির্বাহী সদস্য ইয়াসিন আরাফাত, নাহিদ কামাল, সাইফুর রহমান ফাহিম, জুবায়ের আহমদ ও আবু জার।
নব- মনোনীত সভাপতি আব্দুর রহমান বলেন, “ফিকরো থিঙ্কার্স ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তরুণ প্রজন্মকে গবেষণা, বিশ্লেষণ, যুক্তিবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চার পথে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—শিক্ষার্থীরা যদি চিন্তা, জ্ঞান ও নেতৃত্বে দক্ষ হয়ে ওঠে, তবে সমাজ ও জাতির অগ্রযাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
নব-মনোনীত সাধারণ সম্পাদক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনের পরপরই আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি, এবং শিক্ষার্থীদের উৎসাহ দেখে আমরা অনুপ্রাণিত। ফিকরো থিঙ্কার্স ক্লাব গবেষণা, পাঠচক্র, সেমিনার, ওয়ার্কশপসহ একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করবে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী এখানে এসে শেখার, চিন্তার ও গঠনমূলক আলোচনার একটি মানসম্মত প্ল্যাটফর্ম পাবে।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho