
সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, যারা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম— তারা যদি অন্য যে কোনো ব্যক্তি, নেতা বা রাজনৈতিক দল, কারও দ্বারা বিন্দুমাত্র হুমকি, হয়রানি কিংবা জুলুমের শিকার হন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা পাশে থাকব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা কোনোদিন কারও পায়ে লাগতে যাব না। কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে, আমরা তাদের ছাড়ও দেব না। অন্য যে কোনো দলের যারা ভালো কাজ করবে, সে যেই দলই হোক না কেন, আপনারা তাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। ভালোটাকে ভালো না বললে ভালো কাজে মানুষ উৎসাহ পাবে না।
এনসিপির এই নেতা বলেন, আবার একইভাবে সে যেকোনো দলেরই হোক না কেন, যত বড় ব্যক্তিই হোক না কেন— যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয়, মানুষকে হয়রানি করে, জুলুম করে, তার বিপক্ষে আপনাদের রুখে দাঁড়াতে হবে।
আলোচনা শেষে বোদা উপজেলা দশটি ইউনিয়নের এবং একটি পৌরসভার কমিটির নাম ঘোষণা করেন সারজিস।
এর আগে, অনুষ্ঠানের শুরুতেই তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho