
যশোর প্রতিনিধি
যশোর জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, “অপরাধ দমনে কোনো ছাড় নেই। পুলিশ মাঠে আছে, মাঠেই থাকবে।”
রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা,ভবিষ্যৎ পরিকল্পনা ও পুলিশি কার্যক্রম তুলে ধরেন।
সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন,থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, যা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন,“কেউ থানায় কাউকে না পেলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি নিজেই ব্যবস্থা নেব।”
তাঁর ভাষায়,“দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা বাড়ায়। অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।”
শহরের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরসহ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুমল আমিন,আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক,কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, ডিবির ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho