প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ৮:৫৪ পি.এম
যশোরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যশোর অফিস
যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, সরকারের সঙ্গে নাগরিকদের সেতুবন্ধন করে সেবা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “যশোর ইতিহাস ও ঐতিহ্যের জেলা—আগের মতো ভবিষ্যতেও যশোর সবক্ষেত্রে অগ্রণী ভূমিকা ধরে রাখবে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
রোববার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
মতবিনিময় সভায় যশোরের বিভিন্ন খাতের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে আলোচনা করেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ও গবেষক বেনজির খানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এ ছাড়া বক্তব্য দেন সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস.এম. ফরহাদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, মো.আইউব, জাহিদ আহমেদ লিটন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাজ্জাদ গনি খান রিমন, সাইফুজ্জামান সাইফ, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, কাজী আশরাফুল আজাদ ও জাহিদ হাসান।
বক্তারা যশোরের যানজট, ফুটপাথ দখল, ভবদহের জলাবদ্ধতা, কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ তুলে ধরে মতামত দেন।
সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সাংবাদিকদের দেওয়া সব মতামত নোট করার কথা উল্লেখ করে বলেন, “এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আশা করতে পারবেন।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho