প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ৮:৫৭ পি.এম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে অশ্রুসিক্ত দোয়া-মোনাজাত

যশোর অফিস
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে অশ্রুসিক্ত দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এ দোয়া-মুনাজাতে গোটা এলাকা ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ঈদগাহে আসরের আজান ও জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
বিকেল সাড়ে তিনটার আগেই মুসল্লীরা ঈদগাহ ময়দানে জমায়েত হতে শুরু করেন। আসরের জামায়াতের ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের বাকস্বাধীনতার জন্য আজীবন লড়ে গেছেন। যশোরের হাসপাতাল ও শিক্ষা খাতসহ বহু উন্নয়ন তাঁর হাত ধরেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়ার বরকতে আল্লাহ তায়ালা দেশনেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দেবেন।
পরে জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর পরিচালনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মুনাজাতে জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আলেম-ওলামা, ব্যবসায়ী নেতা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho