প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:১৮ পি.এম
প্রতিটি ঘরে একজন ইঞ্জিনিয়ার তৈরির প্রত্যাশা: জাহিদ শেখ

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে গণঅধিকার পরিষদ মনোনীত রাজবাড়ী ২ (পাংশা কালুখালী বালিয়াকান্দি) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদ শেখ এর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে সোনাপুর বাজারে গণঅধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার জাহিদ শেখ এর ব্যপক গণসংযোগ লক্ষ করা গেছে। এসময় তিনি বলেন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ পেয়েছি আগামীর বাংলাদেশ তরুনাই নেতৃত্ব দিবে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ এ নির্বাচনে আমাদের দল গণঅধিকার পরিষদ থেকে দলীয় প্রতীক (ট্রাক) এর পক্ষে গণসংযোগ করছি এবং মানুষের স্বতস্ফুর্ত সাড়া পাচ্ছি। প্রশ্ন নির্বাচিত হলে কি কাজ করবেন এলাকায়? দেখুন আমাদের দেশ কৃষি প্রধান দেশ আর আমার নির্বাচনী এলাকার ৮০% মানুষ কৃষকাজের সাথে সম্পৃক্ত।
কৃষকদের সহজ শর্তে ঋণ, সূলভ মূল্যে বীজ সার, কীটনাশক এর ব্যবস্থা, ফসল বহনের জন্য উপযুক্ত চলাচলের রাস্তা নির্মান করা হবে।
তিনটি উপজেলায় রাস্তাঘাটের বেহাল দশা অথচ সাবেক ৫ বারের এমপি তিনি এই এলাকায় জনকল্যাণমুখী কোন উন্নয়ন করতে পারেন নি। এজেলাতে স্বাস্থ্য খাতের করুন দশা জেলার মানুষ চিকিৎসার জন্য পাশ্ববর্তী জেলার ওপর নির্ভরশীল, পতিত সরকারের আমলে এই চিকিৎসাক্ষাতে শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু এর সুফল মানুষ পায়নি কারন তারা বরাদ্দের অর্থ লুটপাট নিয়েই ব্যস্ত ছিল শিক্ষা ব্যবস্থাতেও একই অবস্থা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সাধারণ মানুষের ভালবাসা পেয়ে নির্বাচিত হলে প্রযুক্তি নিরর্ভ কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য খাতে অত্যাধুনিকায়ন করবো। আমাদের পরিকল্পনা রয়েছে এজেলাতে আধুনিক ক্যাডেট কলেজ স্থাপন যেখানে গরিব মেধাবীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। সকল শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হবে। আমি নিজেই একজন ইঞ্জিনিয়ার আমার প্রত্যাশা প্রতিটি ঘরে একজন ইঞ্জিনিয়ার তৈরির যাতে সে তার পরিবারকে আলোকিত করে একটি মডেল রাজবাড়ী জেলা নির্মানে ভূমিকা রাখতে পারে। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা গণঅধিকার পরিষদ এর আহবায়ক রাকিবুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন শুভ,
কালুখালী উপজেলা ছাত্রঅধিকার পরিষদ সভাপতি ওবায়দুর রহমান বালিয়াকান্দি উপজেলা যুব অধিকারের সাবেক প্রচার সম্পাদক সাগর মন্ডল সহ অন্যন নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho