প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:১১ পি.এম
মোংলায় নিরাপদ সড়ক চাই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও সমাবেশ পালিত

মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধিঃ
'মানসম্মত হেলমেট নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' এই স্লোগানে মোংলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
নিরাপদ সড়ক চাই মোংলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ বাবু'র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মোংলা শাখার উপদেষ্টা ও সহকারী আর্টিনি জেনারেল মোঃ মনিরুজ্জামান মনির।
এসময় বক্তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। এজন্য শুধু চালক দায়ী নয়, পথচারীরাও দায়ী। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা। এছাড়াও শহরের সকল ফুটপাত দখলমুক্ত করার অনুরোধ করেন। বিভিন্ন জায়গায় ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভার এর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার মত একটি মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে। কোন ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভার যাতে রাস্তায় না নামে এজন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি অটোরিকশা চালকদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানও।
এসময় নিরাপদ সড়ক চাই উপদেষ্টা সরদার আঃ হান্নান, সহ-সভাপতি মিসেস আফরোজা হীরা, প্রচার সম্পাদক মাহমুদুল হক রমজান, কার্যকরী সদস্য মাহাবুব মোল্লা, মোঃ মনির খান, শিপন ব্যাপারী, কারিমুল ইসলাম, মোঃ রাকিব হাওলাদার, সুদীপ কুমার মন্ডল, মিঠাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, বিএনপি নেতা মোঃ নাজমুল মোল্লাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন সড়কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho