প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ২:০৭ পি.এম
সিরাজগঞ্জে ট্রাক শ্রমিকদের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের রেলগেট এলাকায় ঢাকা রোড ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রধান সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের জানানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা পাওয়া যায়নি। তারা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হলে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম জানান, শ্রমিকরা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ প্রশাসন চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেলা ১২টা পর্যন্ত অবরোধ চলমান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho