প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৮:৫৬ পি.এম
সিরাজগঞ্জে সরকারি চাল আটক–অভিযোগের মুখে ট্যাগ কর্মকর্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ এলাকায় ভিডব্লিউবি কর্মসূচির চাল কালোবাজারে পাচারের সময় আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও ট্যাগ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কের একটি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডব্লিউবি সুবিধাভোগীদের কাছে চাল বিতরণের পর কিছু ব্যাপারী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সেই চাল কিনে কালোবাজারে নিতেন। ঘটনার দিন শান্তা ও রাজ্জাক নামে দুই ব্যক্তি সুবিধাভোগীদের কাছ থেকে চাল সংগ্রহ করে একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নজরে এলে ট্যাগ কর্মকর্তা ভ্যানটিকে অনুসরণ করেন। মন্দিরসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর ভ্যানটিতে থাকা ৮ থেকে ১০ বস্তা চাল ছেড়ে দেওয়ার বিনিময়ে ১ হাজার ৫০০ টাকা গ্রহণের অভিযোগ ওঠে কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযুক্ত ট্যাগ কর্মকর্তা আব্দুর রাজ্জাক অভিযোগটি অস্বীকার করেন এবং অনিয়ম রোধে নিয়মিত নজরদারি চালানোর কথা জানান।
এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho