প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১২:৫৬ পি.এম
সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পশ্চিম দুয়ারী গ্রামের নারী ইউপি সদস্য পিয়ারা খাতুনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। মঙ্গলবার রাতে র্যাব-১২ সদর কোম্পানির একটি দল সলংগা থানার হরিণচরা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. আব্দুল আলীমকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকাল আটটায় পিয়ারা খাতুনকে তার শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। ঘটনার পরপরই স্বামী আব্দুল আলীম ও পরিবারের সদস্যরা এলাকা ত্যাগ করেন, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের বাবা মো. হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়।
র্যাব-১২ জানায়,মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে আব্দুল আলীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতের বাড়ি শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তর পাড়ায়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho