ইমা এলিস, নিউ ইয়র্ক:
যুক্তরাষ্ট্রের বহুজাতিক কর্পোরেশন কস্টকো সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। যেখানে সুপ্রিম কোর্ট যদি প্রেসিডেন্ট ট্রাম্পের অধিকাংশ শুল্ককে বাতিল ঘোষণা করে, তবে পূর্ণ অর্থ ফেরতের আবেদন জানানো হয়েছে উক্ত মামলায়।
বড় এই হোলসেল খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিফান্ডের দাবিতে সারিবদ্ধ হওয়া বহু প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দিল। অন্যদের মতো কস্টকোও বলেছে, তাদের নিজেদের মামলা দায়ের করা জরুরি, কারণ আলাদা রায় ও বিচারিক আদেশ ছাড়া বেআইনিভাবে আদায় করা এসব শুল্ক ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।
প্রতিষ্ঠানটিকে প্রতিনিধিত্ব করছে আইন সংস্থা ক্রোয়েল এবং মোরিং যা প্রায় ৫০টি একই ধরনের মামলা আলাদা আলাদা প্রতিষ্ঠানের পক্ষে দায়ের করেছে।
সাম্প্রতিক সময় যেসব কোম্পানি মামলা করেছে, তাদের মধ্যে রয়েছে-অটোমোবাইল কোম্পানি: কাওয়াসাকি ও টোয়োটা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান,খাদ্য কোম্পানি: বাম্বল বি ফুডস, কসমেটিক ব্র্যান্ড: রেভলন, এমনকি বোর্ড গেম নির্মাতা স্মির্ক ও ড্যাগার গেমসও মামলা করেছে। এইসব মামলা এমন সময় করা হচ্ছে যখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত প্রস্তুত করছে।
ট্রাম্প কি ১৯৭০–এর দশকের জরুরি ক্ষমতা আইন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে তার ব্যাপক শুল্ক আরোপকে বৈধতা দিতে পারেন কি না। বিচারপতিরা গত মাসে এ নিয়ে শুনানি শেষ করেছেন।
আইইইপিএ আইন অনুযায়ী, প্রেসিডেন্ট জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে একতরফাভাবে আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন। কিন্তু ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন কয়েকটি অঙ্গরাজ্য ও ছোট ব্যবসার একটি দল আদালতকে বোঝানোর চেষ্টা করছে যে ট্রাম্প এই আইনের সীমা অতিক্রম করেছেন।
ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এই আইইইপিএ প্রয়োগ করছেন প্রথমে ফেন্টানিল সংকটকে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে কানাডা, চীন ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করেন। পরে ‘বাণিজ্য ঘাটতি জরুরি অবস্থা’ ঘোষণা করে বিশ্বের বিভিন্ন বাণিজ্য অংশীদারের ওপর তার 'পারস্পরিক'শুল্ক ব্যবস্থা চালু করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho