প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ১০:০৫ এ.এম
যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল হলে বিপাকে পড়বেন মেলানিয়া ও ব্যারন ট্রাম্প

ইমা এলিস, নিউ ইয়র্ক:
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গঅরাজ্যের এক রিপাবলিকান সিনেটর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে যে মার্কিন নাগরিকদের দেশের প্রতি 'একক ও একচেটিয়া আনুগত্য' থাকতে হবে। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব বাতিলের আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।
‘এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট অব ২০২৫’ নামে প্রস্তাবিত এই আইন অনুযায়ী, মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চাইলে একটিকে ত্যাগ করতে হবে।
বর্তমান আইনে মার্কিন নাগরিকদের বিদেশি নাগরিকত্ব ধরে রাখার অনুমতি রয়েছে, এবং রাষ্ট্র বিভাগ জানায় দুই দেশের নাগরিক হলে উভয় দেশের প্রতি আনুগত্য রাখতে হয় এবং উভয় দেশের আইন মানতে হয়।
কলম্বিয়ায় জন্ম নেওয়া মরেনো শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন। ১৮ বছর বয়সে তিনি মার্কিন নাগরিক হন এবং কলম্বিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন।
এক বিবৃতিতে মরেনো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নেওয়া ছিল আমার জন্য এক সম্মানের বিষয় এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিই। আমেরিকান নাগরিক হওয়া সম্মান ও সৌভাগ্যের ব্যাপার এবং আপনি যদি আমেরিকান হতে চান, তাহলে তা হবে সম্পূর্ণভাবে, আংশিক নয়। এখন সময় এসেছে দ্বৈত নাগরিকত্ব সম্পূর্ণরূপে বন্ধ করার।
প্রস্তাবিত আইন পাস হলে দ্বৈত নাগরিকদের এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বা বিদেশি যে কোনো একটি নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়া দুই দেশের নাগরিকত্বধারী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পও এর আওতায় পড়বেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho