
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো ব্রিটিশ পার্লামেন্টে। বুধবার(৩ ডিসেম্বর) লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ” শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয় ব্রিটিশ এমপি, লর্ডস, রাজনীতিবিদ, সাংবাদিক-সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আয়োজক যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।
সেমিনারে আলোচকরা, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
সংগঠনের ফাউন্ডার ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুকের সঞ্চালনায়, সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন। প্যানেল স্পিকার ছিলেন, আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস, আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস। প্যানেলে আরও বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও’ এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho