
প্রথমবারের মতো আইএল টি–টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে আমিরাতের উদ্দেশে রওনা দেন মোস্তাফিজ। বিমানে ওঠার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সেলফি পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না। গত মৌসুমে ভারত–পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে জেক ফ্রেজার ম্যাকগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস তার বিকল্প হিসেবে মোস্তাফিজকে দলে নেয়। এবার সেই দলের মালিকানায় আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তিনি।
এদিকে উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho