প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৮:৪৮ এ.এম
কারাগার সংশোধন ও পুনর্বাসন হয়-ডিআইজি প্রিজন্স আলতাব হোসেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা কারাগারে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সকালে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কারা কর্মকর্তা-কর্মচারী এবং বন্দীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিআইজি প্রিজন্স আলতাব হোসেন। জেলার কাজী মাজহারুল ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেল সুপার মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ সম্মাননা ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কারাগারের তিন জন কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোঃ আলতাব হোসেন বলেছেন- কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসন হয়। বন্দীদেরকে মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।
ড্রিলে বিশেষ দক্ষতা অর্জনের জন্য কারারক্ষী শহিদুল ইসলাম, ভাল কাজের জন্য কারারক্ষী রোমন মিয়া ও মাদক নির্মূলে বিশেষ অবদানের জন্য সর্বপ্রধান কারারক্ষী ফয়সল আহমেদ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কারা বন্দীদের মাঝে ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলতাব হোসেন তাঁর বক্তব্যে কারা কর্মকর্তা—কর্মচারী ও বন্দীদের শৃঙ্খলা এবং কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি জানান, এ বছর সিলেট বিভাগের প্রতিটি কারাগারেই এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে।
জেল সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, এই ধরণের আয়োজন কারা কর্মকর্তা কর্মচারী এবং বন্দীদের মাঝে কর্ম উদ্দীপনা বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho