প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৭:২৭ পি.এম
প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য কমাতে কারিতাসের আয়োজন

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
কারিতাস বিভিন্ন সময়ে প্রবীণদের নিয়ে নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, বিশেষ করে আন্তর্জাতিক প্রবীণ দিবসকে কেন্দ্র করে, যেখানে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, গান, নাটক (একাঙ্কিকা), এবং প্রবীণদের জীবনীর উপস্থাপনার মাধ্যমে তাদের সম্মান জানানো হয়, যা তাদের জীবনকে আনন্দময় ও সমাজে প্রাসঙ্গিক রাখতে সহায়তা করে।
তারই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে মোংলা শেহলাবুনিয়ার মিশন হল রুমে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য কমাতে তাদের নিয়ে সাংস্কতিক/ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা প্রবীণদের অধিকার, ডিজিটাল অন্তর্ভুক্তি ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়, যেখানে বক্তারা প্রবীণবান্ধব সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। এসময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা গান, কবিতা আবৃত্তি, ও একাঙ্কিকার মাধ্যমে নিজেদের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন।
এসময় কারিতাস এসডিডিবি প্রকল্পের মোংলা কর্মকর্তা মিতা হালদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চল আশ্রয়হীন ও স্বজনহীন প্রবীণদের জন্য প্রবীণ নিবাস স্থাপন করে তাদের সেবায় কাজ করছে।
এ সংস্থাটির উদ্দেশ্য প্রবীণদের জীবনকে আনন্দময় করা ও তাদের একাকীত্ব দূর করা। প্রবীণদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা। সমাজের সকল স্তরে প্রবীণদের অংশগ্রহণ নিশ্চিত করা।
এই ধরনের আয়োজনগুলো প্রবীণদের মানসিক ও সামাজিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho