
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত থাকলেও, বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণার চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার আলোকে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।
তবে নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে আখতার আহমেদ বলেন, আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন...নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় বৈঠকও করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho