প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪৫ এ.এম
যশোরে ককটেল বোমাসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
যশোর শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও গুলিসহ মুরাদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩। আজ রোববার রাতে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানান যশোর র্যাব-৬। গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের দুইটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানায়।
র্যাব আরো জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জানতে পারে যে চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় এক ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছে। পরে এক অভিযান চালিয়ে মুরাদকে আটক করে তারা।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মুরাদ জানায়, চোরমারা মাঠ এলাকার একটি ডোবার পাশের ঝোপের মধ্যে তার লুকিয়ে রাখা ককটেল বোমা ও দেশীয় অস্ত্র রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী বিকেলের দিকে ওই স্থান থেকে ২টি ককটেল বোমা, ৩টি হাসুয়া,একটি কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করে র্যাব।গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া দুইটি বিস্ফোরক মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত আলামতসহ কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho