
প্রেমের গুঞ্জন তো ছিলই, পড়েছে আনুষ্ঠানিক সিলমোহরও। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরি- রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এখন এক সুতোয় গাঁথা। এতদিন যা ছিল শুধুই ‘গুঞ্জন’, জাপান সফরে তা প্রকাশ্য পেল পূর্ণাঙ্গ প্রেম হয়েই!
সদ্যই জাপান সফরে যান কেটি-ট্রুডো জুটি। সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো; সঙ্গী হিসেবে নেন কেটিকে। আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে ওঠে। সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজে।
মাঝে কেটে গেল দুটো দিন। এখনও জাপান সফরেই এই জুটি। তাদের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনার মধ্যে আগুনে ঘি ঢাললেন গায়িকা; জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে গায়িকাকে।
কেটির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়। তাতে দেখা যায়, ট্রুডোর সঙ্গে একদম গালে গাল ঠেকানো ঘনিষ্ঠ ছবি! যা রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তোলে।
ছবিতে দেখা যায়, জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কেটি। একটি ছবিতে দুজনে গাল ঘেঁষে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেমুখেই উপচে পড়ছে নতুন সম্পর্কের উচ্ছ্বাস। আরেকটি ফ্রেমে দেখা যায়, নিভৃতে খাবার উপভোগ করছেন এই জুটি। ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই।
এমন অবস্থায় কেটি-ট্রুডোকে দেখে মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস আর বিস্ময়ের বাঁধ ভেঙেছে। রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন যেন নেটিজেনদের কাছে এক বড় চমক- তা বলার বাকি রাখে না।
কেটি-ট্রুডোর এই প্রেমের চিত্রনাট্য অবশ্য কিছুটা আগেই লেখা হয়েছিল। বছর জুড়েই তাদের দেখা গেছে সন্দেহজনক পরিস্থিতিতে যা তাদের প্রেম গুঞ্জনের মাত্রা বাড়িয়ে দেয়। এবার সেই জল্পনাকেই বাস্তবে রূপ দিল তাদের এই জাপান সফর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho