প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১০:০৪ এ.এম
খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে র্যাবের হাতে আটক

যশোর প্রতিনিধি
যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে খুলনার কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪)কে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাত প্রায় নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খুলনার সোনাডাঙা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, খবর পাওয়া যায় যে চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে গিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
র্যাব জানায়, চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে,এর মধ্যে সোনাডাঙা থানায় ৮টি হত্যা মামলা। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি স্ত্রীসহ নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। চার মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে র্যাব জানায়। অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho