প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১১:১০ এ.এম
ভারতে রাস্তা থেকে ছিটকে ৬০০ ফুট খাদে গাড়ি, ৬ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের নাসিকে একটি যাত্রীবাহী গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পাহিাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়। তারা সবাই নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্তের বাসিন্দা। পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
দুর্ঘটনার ঘটনায় নিহতের প্রতি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেয়ায় ঘোষণা দিয়েছেন।
সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং ঘটনাস্থলে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধার কাজ চলছে, মুখ্যমন্ত্রী বলেন, সরকার নিহতদের পরিবারের পাশে আছে। এছাড়া ঘটনাস্থলে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধার কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho