
একদিনের ব্যবধানে ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে দিনাজপুরের হিলির খুচরা বাজারে ম্যাজিকের মতো কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি ভালো মানের পেঁয়াজ প্রকারভেদে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকা, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকা কমে ৭০ এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলির পেঁয়াজের বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানির কারণে দেশের বিভিন্ন মোকামে দাম কমেছে। এর ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
হিলির বাজারে পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম মানিক বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে হিলির বাজারে কমেছে দাম। এতে করে আমাদের সাধারণ ক্রেতাদের কিছুটা সুবিধা হয়েছে। কারণ, দুই দিন আগে মুড়ি কাটা পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে কিনতে হয়েছিল, কিন্তু আজ সেই মুড়ি কাটা পেঁয়াজ মাত্র ৭০ টাকা কেজি দরে কিনলাম। অপর দিকে দেশি ভালো মানের পেঁয়াজ হিলির বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান ক্রেতারা।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, দেশের বিভিন্ন মোকামে দেশি পেঁয়াজের দাম কমেছে। বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ ৭০ টাকা এবং দেশি ভালো মানের পেঁয়াজ প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারা কম দামে কিনে কম দামে বিক্রি করছেন। ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলে আরও দাম কমে আসবে বলেও জানান এই পেঁয়াজ বিক্রেতা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho