
মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুন মজুমদারকে (২৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের ৬ বছরের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত একই এলাকার বিষ্ণ মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় রাতেই শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
এই ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho