প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৪:৩৮ পি.এম
সিরাজগঞ্জ তামাইয়ে তাঁতিদের মতবিনিময় সভা, সহযোগিতা নিয়ে অসন্তোষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই ক্লাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে তাঁত শিল্পের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি।
তামাই গ্রামের তামাই ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক সুকুমার সাহা, স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস ছামাদ খান এবং বেলকুচি তাঁত বোর্ডের লিয়াজোঁ কর্মকর্তা তন্নী খাতুন।
সভায় তামাই এলাকার তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। রং, সুতা ও অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা সংকটের মুখে পড়েছে—এমন তথ্য জানানো হয়। পাশাপাশি তাঁত শিল্পে উচ্চ সুদের ঋণ, জ্বালানি সংযোগের সীমাবদ্ধতা, পরিবেশগত অনুমোদন জটিলতা এবং প্রশাসনিক হয়রানির বিষয়গুলো আলোচিত হয়।
সভায় জানানো হয়, স্বচ্ছতা নিশ্চিতকরণ, প্রকৃত তাঁতিদের তালিকা হালনাগাদ, কম সুদে ঋণ সুবিধা, গ্যাস সংযোগ এবং পরিবেশ সুরক্ষায় ইটিপি স্থাপনে সরকারি সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে।
আলোচনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁত শিল্প উন্নয়নে সমন্বিত সহায়তা, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho