প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৮:০৬ পি.এম
মোংলায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অদম্য নারীদের সম্মান প্রদান উপলক্ষ্যে পরিষদ চত্বর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন, থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন প্রমুখ।
বক্তারা বলেন,নারী-পুরুষ সমতা ও সহিংসতা মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
শেষ শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি শারমিন আক্তার সুমী।
সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: লাবনী হালদার, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: অনন্যা ইয়াসমিন, সফল জননী নারী: মোসা: রেবেকা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী: মুন্নি বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী: বৃষ্টি বৈরাগী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho