প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ২:৩৫ পি.এম
যশোর মনিরামপুরে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, আজমীরি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না লিপিবদ্ধ করা এবং পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকলের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। একজন ক্রেতাকে ১ কেজির পরিবর্তে ৬ গ্রাম কম দই দেওয়ায় আইনটির ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট দুই প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho