
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় তিন নাগরিককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার বিকালে পানছড়ির পুজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘আজ তাদের আদালতে তোলা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০)ও লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ জানায়, গত শনিবার ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাইপথ দিয়ে পানছড়ির রূপসেন পাড়া হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। এরপর রাঙামাটির বিলাইছড়ির রাকিয়ং লেক গ্রামে যান। সেখান থেকে ভারতে ফেরার পথে পুজগাং থেকে আটক করা হয়।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা বিলাইছড়ির বাসিন্দা হলেও ২০২০ সালে স্থায়ীভাবে ভারতে গিয়ে বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব নেন। তবে তার মা-বাবা বাংলাদেশের নাগরিক। বড় মেয়ে সিয়ারই রিয়াংয়ের চিকিৎসার জন্য রাঙামাটিতে টাকা নিতে ভারতীয় দুই বন্ধু জেমস ও তরসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন লাল থাকমা। তাদের আদালতে পাঠানো হয়েছে।
--বাংলা ট্রিবিউন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho