
জাপানে মদ্যপ অবস্থায় সাইকেল চালানোর অভিযোগে ধরা পড়ায় প্রায় ৯০০ জনের গাড়ি চালানোর লাইসেন্স স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, এ ধরনের ব্যক্তিরা গাড়ি চালানোর সময় উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হতে পারেন।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স স্থগিতের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাপানে সাইকেল আরোহীদের জন্য কঠোর শাস্তি সংবলিত নতুন ট্রাফিক আইন কার্যকরের ফলে এই উল্লম্ফন দেখা গেছে।
আগের নিয়ম অনুযায়ী, মদ্যপ থাকলেও, সাইকেল যথাযথভাবে চালাতে ব্যর্থ হলেই কেবল সাধারণত শাস্তি দেওয়া হতো।
মেইনিচি সংবাদপত্র পুলিশের হিসেবে জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত জাপানজুড়ে সাড়ে চার হাজারের বেশি মানুষ মদ্যপ অবস্থায় সাইকেল চালাতে গিয়ে ধরা পড়েছেন।
কোভিড মহামারির সময় সাইকেল ব্যবহারের জনপ্রিয়তা বাড়লেও দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে। ২০২৩ সালে জাপানে ৭২ হাজারের বেশি সাইকেল দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে, যা দেশটির মোট সড়ক দুর্ঘটনার ২০ শতাংশের বেশি।
জাপানে হাজার বছরের সামাজিক সংস্কৃতিতে অ্যালকোহলকে মানুষের মাঝে ঘনিষ্ঠতা এবং আলোচনা সহজ করার মাধ্যম হিসেবে দেখা হয়। ব্যবসায়িক আলোচনা বা জটিল বিষয় নিয়েও সাধারণত দেশীয় মদ সাকে দিয়ে আপ্যায়ন করা হয়। ধারণা করা হয়, অ্যালকোহল এসব আলোচনায় আরও স্বস্তিকর পরিবেশ তৈরি করে।
আগামী এপ্রিল থেকে আরও নতুন কিছু বিধি কার্যকর হতে যাচ্ছে। সে অনুযায়ী, সাইকেল চালানোর সময় ছাতা ধরে রাখা, মোবাইল ফোন ব্যবহার, সিগন্যাল অমান্য করা এবং রাতে লাইট ছাড়া সাইকেল চালানোসহ ছোটখাটো অপরাধের জন্যও জরিমানার ব্যবস্থা থাকবে। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho