
চীনের হুয়াইং পর্বতমালার কাছে এক ভয়ঙ্কর ঘটনায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেলেন এক পর্যটক। একটি বিপজ্জনক পাহাড়ি পথে দাঁড়িয়ে সেলফি তোলার সময় পায়ের নিচের অংশ ভেঙে যাওয়ায় প্রায় ১৩০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। এই ঘটনায় বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের অংশ ভেঙে যায় এবং তিনি সোজা গভীর খাদে পড়ে যান। দ্রুত আশপাশের ট্র্যাকাররা খাদের কিনারায় ছুটে গেলেও পরিস্থিতি ছিল ভয়াবহ।
তবে সৌভাগ্যবশত ঘন গাছপালার ওপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি। এই ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং বিশ্বাস করেন যে পাহাড়ের দেবতারা তাকে রক্ষা করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে প্রায় ৪০ মিটার (প্রায় ১৩০ ফুট) নিচে পড়েন, এরপর আরও প্রায় ১৫ মিটার গড়িয়ে নিচে নেমে যান।
এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অতীতেও দেখা গেছে, সেলফি সংশ্লিষ্ট বেশিরভাগ মারাত্মক দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা পানিতে ডুবে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে একটি দম্পতি সেলফি তুলতে গিয়ে প্রায় ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho