প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৭:৫০ এ.এম
শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে শুক্রবার(১২ই ডিসেম্বর) সকাল ১১টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া বিডি-০৪০৫(পিডিএ চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেস বিটারিয়ানের সিনড) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান। শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর এই অর্থবহ আয়োজন করে আসছে প্রকল্পটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্প সভাপতি ফিলা পতমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনক দেববর্মা এবং প্রকল্প ব্যবস্থাপক লুকাস রংসাই।
এতে প্রধান অতিথির বক্তব্যে শাহেদা আক্তার বলেন,শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। অভিভাবকদের উচিত শিশুদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করা। তিনি প্রকল্পটির নিয়মিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংস্থা জানায়, প্রকল্পের আওতায় থাকা শিশুদের সারা বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নমূলক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি শিশুর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণের পাশাপাশি শিশুদের জন্য পরিবেশিত হয় চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলে।
শিশুদের মুখে ফুটে ওঠা আনন্দের হাঁসি এবং উপস্থিত অতিথিদের উৎসাহ ব্যঞ্জক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সফল ও স্মরণীয় এবং স্মৃতিময়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho