প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:১৫ পি.এম
জাতীয় প্রেসক্লাবের সভাপতি , সম্পাদকের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে অভিনন্দন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
১৩ ডিসেম্বর (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের নেতৃত্বে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ, দায়িত্বশীল ও বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে সংগঠনটি আগামীতেও আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আরও উল্লেখ করেন, চট্টগ্রাম প্রেস ক্লাব দেশের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সেই ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে বলে তাঁরা বিশ্বাস করেন।
অভিনন্দন বার্তায় জাতীয় প্রেস ক্লাব নেতৃদ্বয় চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের সর্বাঙ্গীণ উন্নতি, পেশাগত সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho