প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:৫৫ পি.এম
পদ্মায় নাব্য সংকট: দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, বিকল্প ঘাটে পারাপার

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাটটি বন্ধ রাখা হয়।
পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় ঘাটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌরুটে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিকল্প ফেরিঘাট ব্যবহার করে পারাপার কার্যক্রম চালু রাখা হয়েছে।
এদিকে যাত্রী ও চালকরা জানান, প্রতি বছর নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। তারা নৌরুটে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পরিকল্পিত ও নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, আজ সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে বন্ধ রয়েছে এ ঘাট। কখন এ ঘাটটি সচল হবে সেটা আমি বলতে পারছি না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ড্রেজিংয়ের কারণে সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাট বন্ধ রয়েছে। ড্রেজিং কার্যক্রম চলমান আছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলে আবার ফেরিঘাটটি সচল হবে। ড্রেজিং কাজ শেষ হতে কতক্ষণ লাগবে সেটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে এবং এ ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ড্রেজিং কাজ শেষ হলে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত ৭ নম্বর ফেরিঘাট পুনরায় চালু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho