প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৪৯ পি.এম
বিএনপিই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে: অমিত

যশোর অফিস
বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে বিএনপিই একমাত্র সক্ষম দল। রোববার যশোর নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বিডি হলে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র থাকলে নিরাপত্তা, ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ভীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার পাশাপাশি কৃষকের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, কৃষক কার্ড ও নারীদের জন্য ফ্যামেলি কার্ড চালুর মাধ্যমে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্য নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho