প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৯:১৭ পি.এম
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরে জামায়াতে ইসলামের আলোচনা সভা

যশোর অফিস
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভিপি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের কাদের,জেলা অফিস সেক্রেটারি নূরে আলম নূর,অধ্যাপক আবুল হাসান ও মাওলানা ইসমাইল হোসেন।
বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। এ ধরনের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় জামায়াতে ইসলামের জেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho