
শহিদ জয়, যশোর
যশোরে আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পৃথক দুটি মামলায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক চারজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটকরা হলেন সদরের বসুন্দিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান,আইয়ুব খাঁর ছেলে মহিনুল ইসলাম আপন এবং আসাদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন।
পুলিশ জানায়, শাহাবুদ্দিনকে কানাইতলা এলাকায় ২০২৪ সালের ১৮ নভেম্বর সংঘটিত নাশকতার একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। অপরদিকে মেহেদী হাসান,মহিনুল ইসলাম আপন ও সোহাগ হোসেনকে উপশহর এলাকায় যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, মেহেদী, আপন ও সোহাগ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তারা দীর্ঘদিন ধরে দলের ছত্রছায়ায় থেকে এলাকায় চাঁদাবাজি, বোমাবাজিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। গত ১১ নভেম্বর রাতে যশোর-মাগুরা সড়কের উপশহর পার্ক রোডে একটি যাত্রীবাহী বাস (মাগুরা-জ-১১-০০০৭) পার্কিং করা ছিল। পরদিন ১২ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তদন্তে ওই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
তিনি আরও জানান শনিবার রাত সোয়া ১২টার দিকে চাঁচড়া চেকপোস্ট বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।
এদিকে কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শাহাবুদ্দিন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া কানাইতলা এলাকায় নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়।
পরে পৃথক দুটি মামলায় চারজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho