প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৯:৪০ এ.এম
নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ

ইমা এলিস, নিউ ইয়র্ক:
শনিবার গভীর রাতে ব্রুকলিনে একটি সুইট সিক্সটিন (১৬তম জন্মদিন) পার্টির পর গুলিতে ছয় কিশোর আহত হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ সুত্রে তথ্য জানা গেছে।
রোববার ভোর প্রায় ১টার দিকে, জন্মদিনের পার্টি শেষ হওয়ার প্রায় ২০ মিনিট পর, সাইপ্রেস হিলস এলাকার একটি ইভেন্ট স্পেসে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছে দুইজন ১৫ বছর বয়সী কিশোরী, একজন ১৫ বছর বয়সী কিশোর, দুইজন ১৬ বছর বয়সী কিশোর এবং একজন ১৭ বছর বয়সী কিশোর। সবাইকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মুখোশ ও কালো পোশাক পরা দুই পুরুষ সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যাদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, সন্দেহভাজনরা আটলান্টিক অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী গুলি ছুড়ে পরে অ্যাশফোর্ড অ্যাভিনিউয়ের দিকে উত্তরমুখী হয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়। ঘটনার সঠিক উদ্দেশ্য এখনো অজানা, তবে এটি গ্যাং-সম্পর্কিত বলে মনে হচ্ছে।
অ্যাশফোর্ড স্ট্রিট ও আটলান্টিক অ্যাভিনিউয়ের কোণে অবস্থিত ভেন্যুটির মালিক প্রতিষ্ঠান বুরবুজা ইভেন্টস জানিয়েছে, ভেন্যুর ভেতরে কোনো গুলি ছোড়া হয়নি।
এক বিবৃতিতে বুরবুজা ইভেন্টসের ব্যবস্থাপনা জানায়, আমাদের ব্যবস্থাপনা দল কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং এনওয়াইপিডি ৭৫তম প্রিসিঙ্কট ও ব্রুকলিন নর্থ নাইট ওয়াচের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং সবার দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করি।
ঠিক কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho