প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:৪৬ পি.এম
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ পৌর এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর বোনের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে জুয়েল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মো. মোয়াজ্জেল শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে স্কুলছাত্রীর পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তিনি স্কুলছাত্রীর শ্লীলতাহানি করেন। একপর্যায়ে বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত দলীয় পদ পাওয়ার পর বিয়ে করবেন বলে জানান। পরে পদ পাওয়ার পর মোবাইল ফোনের ম্যাসেঞ্জার থেকে দীর্ঘ সময়ের কথোপকথন ও সংশ্লিষ্ট ডকুমেন্ট মুছে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিয়েতে অস্বীকৃতির পর গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং পুনরায় সেখানে গেলে প্রাণনাশের হুমকি দেন।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho