প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৫২ পি.এম
কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি : শাহাবুদ্দীন শিহাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন 'বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়' এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ) সাড়ে ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেস ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধু'র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বন্ধু-র সদস্যরা।
উক্ত সেমিনারে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেস ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, " বর্তমানে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসায় সকল ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে কিন্তু পরিমাণে অল্প। যার কারণে চিকিৎসা গ্রহণ করা অনেক ব্যয়বহুল। এসব চিকিৎসা সরঞ্জাম সরকার চাইলে আনতে পারেন। বর্তমানে বাংলাদেশে তিন’শর মতো এসব সরঞ্জামের প্রয়োজন, কিন্তু রয়েছে ত্রিশের মতো যার কারণে অনেক রোগী সঠিক চিকিৎসার অভাবে বিনাচিকিৎসা ও অকালে মারা যায়। তাই আমাদের সরকারকে এ সকল বিষয়ে অবগত করতে হবে তারা চাইলে সব সম্ভব।"
বন্ধু'র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন বলেন, "তোমরা জানো, একজন ডাক্তারের সময়ের মূল্য কতটা। সেই মূল্যবান সময়কে পাশে রেখে তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার বক্তব্য শুনে যদি এখান থেকে একজন মানুষও ক্যান্সার সম্পর্কে সচেতন হয়, তাহলে আমরা বলতে পারি আজকের এই প্রোগ্রাম সার্থক ও সফল।"
বন্ধু'র বর্তমান সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারিকুল ইসলাম বলেন, " আপনারা জানেন, ক্যান্সার কতটা প্রভাববিস্তারকারী ও মারণব্যাধিতে পরিনত হয়েছে। সম্প্রতি আমাদের ভার্সিটির একজন শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, আরো কয়েকজন ক্যান্সারের সাথে জীবনযুদ্ধ করে যাচ্ছেন।সমসাময়িক সবকিছু চিন্তা করে আজকের এই আয়োজন। আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হবেন। এবং ক্যান্সার প্রতিরোধে নিজেরা সক্রিয় ভূমিকা পালন করবেন।"
বন্ধু'র সভাপতি আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বলেন, "আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া, ভ্রান্ত ধারণা দূর করা এবং আমাদের নিজেদের ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা। আমরা চাই, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho