প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ২:৩৪ পি.এম
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন–২ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন–৩-এ গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অ্যাকাডেমিক ভবন–৩ প্রাঙ্গণে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।
এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া মহান মুক্তিযুদ্ধের শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীনতা আমাদের অহংকার ও গৌরবের প্রতীক। এই স্বাধীনতার পেছনে যে আত্মত্যাগ ও ত্যাগের ইতিহাস রয়েছে, তা যেন আমরা কখনো বিস্মৃত না হই। তিনি ১৯৭১ সালের ঐক্যের চেতনাকে স্মরণ করে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেই ঐক্যই আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। বর্তমান সময়ে যেকোনো সংকট মোকাবিলায় সেই ঐক্যবদ্ধ চেতনার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন–৩ প্রাঙ্গণে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho