প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:০৬ পি.এম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী।
মঙ্গলবার (সকাল) উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
নিহত ব্যক্তি আকবর হোসাইন (৪০)। তিনি ঢাকার মনিপুর মহল্লার বাসিন্দা এবং জয়নাল আবেদিনের ছেলে। আহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকবর হোসাইন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী আরোহী গুরুতর আহত হন।
ওসি ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho