প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:১৯ পি.এম
রাজস্থলীতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধে শেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।পরের বছর থেকে এই স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়।
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা শহীদ মিনার চত্বরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনার তুঙ্গে বিনম্র শ্রদ্ধা ও পুস্পস্তবক শ্রদ্বাঞ্জলী মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এসময় পুলিশ, আনসারসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা,রাজস্থলী থানা ওসি এরশাদ হোসেন ,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নওশেদ খান,রাজস্থানী প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২/৩ দিন ব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চেতনায় ধারণ জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho