প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:০৫ এ.এম
যশোর–৩ বিএনপি প্রার্থী অমিতের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শহিদ জয়, যশোর
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে যশোরে কর্মরত বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, অনলাইন ও নিউজ পোর্টালের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের অভিজাত হোটেল ওরিয়নের সম্মেলন কক্ষে যশোরের সাংবাদিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত যশোরে রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যশোরে প্রতিহিংসার রাজনীতি কখনোই চরিতার্থ হতে দেওয়া হবে না। দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের যে ভূমিকা, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে তাঁর নির্বাচনী এলাকার জন্য ভোট চান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সেক্রেটারি ও গ্রামের কাগজ–এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, টেলিগ্রাম–এর সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক লোকসমাজ–এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক আহসান কবীর বাবু, সমাজের কথা'র ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান, প্রতিদিনের কথা–এর সম্পাদক সুন্দর সাহা, সিনিয়র সাংবাদিক বেনজিন খান,মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুর ইসলাম,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ,সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের প্রতিনিধি এস এম ফরহাদ, গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম, যায় যায় দিনের প্রতিনিধি হাবিবুর রহমান মিলন,এখন টিভির যশোর প্রতিনিধি রিপন হোসেন,বনিক বার্তার যশোর প্রতিনিধি আব্দুল কাদের,খবরের কাগজের প্রতিনিধি এইচ আর তুহিন,সুবর্ণভূমির সিনিয়র রিপোর্টার আশরাফুল আজাদ,ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বাংলাদেশ সময় এর যশোর প্রতিনিধি এস এম সোহেল,ডিবিসি টেলিভিশনের যশোর প্রতিনিধি সাকিরুল কবীর রিটন,কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফিরোজ গাজী,লোকসমাজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার বিএম আসাদ, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা খাতুন,এটিএন বাংলার প্রতিনিধি তামান্না খান চৌধুরী,স্পন্দনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন,লোকসমাজ পত্রিকার চীফ রিপোর্টার শেখ আব্দুল্লাহ্ হুসাইন,সুবর্ণভূমির বার্তা সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহীন সানি, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিৎ রায়,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম, নিউএজ যশোর'র প্রতিনিধি সাইফুর রহমান সাইফ, স্বর্ণলতা নিউজের বার্তা সম্পাদক সুনীল ঘোষ,লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ,সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, এস,এ টেলিভিশনের প্রতিনিধি রোকনুজ্জামান রিপন প্রমুখ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড, সৈয়দ সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর নগর বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ আরো অনেকে।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এসএম সোহেল এবং গীতা পাঠ করেন সাংবাদিক প্রদীপ ঘোষ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho