প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৩৮ পি.এম
ক্ষেতলালে ইটাখোলা বাজারে গভীর রাতে একটি গোডাউনের তালা ভেঙে ৬৬ বস্তা চাল চুরি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারে গভীর রাতে একটি গোডাউনের তালা ভেঙে ৬৬ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ভুক্তভোগী ব্যবসা প্রতিষ্ঠান বিজয় ট্রেডার্স এর মালিক বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী গোলাম মোস্তফা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ (ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নৈশপ্রহরীর চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা গোডাউনের শাটারের তালা কেটে পিক-আপভ্যানযোগে চালগুলো নিয়ে যায়।
দোকানের ম্যানেজার মাহবুব জানান, রাত প্রায় ৩টার দিকে পাশের একটি দোকানের কর্মচারী গোডাউনের শাটার খোলা দেখতে পেয়ে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে শাটার কাটা অবস্থায় দেখতে পান এবং গণনা করে দেখেন গোডাউন থেকে ৬৬ বস্তা চাল খোয়া গেছে।
এ ঘটনায় বাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সময় একটি মিনি ট্রাক/পিকআপভ্যানের যাতায়াত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।”
ঘটনার পর ইটাখোলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho