প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:২৯ এ.এম
ঠাকুরগাঁওয়ে মুজুরির টাকা চাইতে গিয়ে মার খেলেন জামিলা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ইউনিয়নে দিনমুজুরির পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন জামিলা নামে এক নারী শ্রমিক। ঘটনাটি ঘটেছে বইগন্ডপুরের ৬ নং ওয়ার্ডে।
জানা যায়, জমিলা কয়েকদিন ধরে ওই স্থানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। কাজ শেষে মজুরি ১২০০শ টাকা চাইতে গেলে মালিকের বাসার বউের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াছিন(২৭) ও সিদ্দিক(২৫) জমিলাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। এ বিষয়ে মুঠো ফনে ইয়াছিনের সাথে কথা বললে তিনি বিষয়টি এরিয়ে যান বলেন আপনাকে পাঁচ মিনিট পর ফন দিচ্ছি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মরিয়ম দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উল্লেখ যে এর আগে ইয়াছি,সিদ্দিক এর পিতাঃ সাহেব সব সময়ে জমিলাকে মারধর করতো টাকা চাইতে গেলে। তার করে আওয়ামী লীগ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho