সিরাজগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে বিএনপি ও গণ অধিকার পরিষদের সাবেক প্রায় দুই ডজন নেতা দায়িত্ব পেয়েছেন।
অনুমোদিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস শিকদার। প্রথম যুগ্ম সমন্বয়কারী হয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খানম।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহসভাপতি মাওলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান, বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম ও আহসান হাবীব দুলাল।
এছাড়া গণ অধিকার পরিষদের সাবেক নেতাদের মধ্য থেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন এনায়েতপুর থানা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. মাসুম শেখ, সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্য সচিব মো. হাফিজুল সিকদার, সুমন সরকার, ডা. আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদ নেতা আনসার আলী, ছাত্র অধিকার পরিষদ নেতা মো. রিফাত সরকার ও ইয়াকুব আলী শেখ।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার জানান, সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি এক মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কমিটি একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তিনি আরও জানান, নতুন রাজনৈতিক ধারার লক্ষ্য নিয়ে এনসিপির কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগ্রহী নেতারা এতে যুক্ত হচ্ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তাদের দলীয় অবস্থান সম্পর্কে তিনি উল্লেখ করেন যে, সংশ্লিষ্টরা এর আগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত জেলা সমন্বয় কমিটির কার্যক্রম পর্যবেক্ষণের পর নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।