প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৫৫ পি.এম
সিরাজগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় স্থানীয় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ এলাকার পরিচিত নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউনিয়ন পরিষদ সদস্য লাল মিয়া (৫০), এবং উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)। পুলিশ জানায়, তারা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক নিশ্চিত করেছেন, অভিযানের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত, এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
ঘটনাটি এলাকায় জনমনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho